সুলতানী ও মুঘল আমলের দিল্লি : স্থাপত্য ও ইতিহাস
প্রসেনজিৎ দাশগুপ্ত
দিল্লি -- এই শহরের পরতে পরতে ইতিহাস। অনঙ্গপাল
তোমর,পৃথ্বীরাজ চৌহান থেকে সুলতানী যুগ, মুঘল আমল --- মারাঠাদের আধিপত্য, মোঙ্গল পারসিক হানাদার --- বৈচিত্র্যময় ইতিহাসের ঠাস বুনন। কোথাও ইতিহাসের ধুলো মেখে ভগ্ন মলিন, কোথাও সংস্কার পরিমার্জিত বা নবরূপে ইতিহাসের সাক্ষী হয়ে খাড়া রয়েছে অজস্র দরগা, মসজিদ,মিনার, মকবরা , কেল্লা।
দিল্লির সুলতানী ও মুঘল আমলের ছড়ানো ছিটানো
স্থাপত্য -ইতিহাস যতটা সম্ভব গ্রন্থবদ্ধ করা হল। গ্রন্থে ব্যবহৃত অজস্র ফটোগ্রাফ বইটিকে আরো দ্যুতিময় করে তূলেছে।