সুন্দরবন : বিপন্ন জীববৈচিত্র্য
জয়ন্ত কুমার মল্লিক
৫০০০-২,৫০০ হাজার বছরের প্রাচীন বাংলাদেশ ও ভারতীয় সুন্দরবনের মোট ১০,২৮২ বর্গকিলোমিটার ব্যাপী সংরক্ষিত বনভূমি জুড়ে যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে সেই বাস্তু অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বাদাবন তথা একমাত্র বাঘবন। সুন্দরবন শুধু সমৃদ্ধ জীববৈচিত্র্যের অপূর্ব নিদর্শনই নয়, অতি সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় যশ, আম্পান থেকে শুরু করে সিডর, আয়লাসহ বহু ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে সুন্দরবন তথা পশ্চাদ্ভূমিকে রক্ষা করে আসছে। সুন্দরবনের প্রান্তিক মানুষের বাঁচার রসদ যেমন জোগায় এই লবণাম্বুজ বন তথা বহুকোষী প্রাণী, উদ্ভিদ ও ছত্রাক এবং এককোষী অণুজীব যেমন আদ্যপ্রাণী বা প্রোটিস্টা, ব্যাকটেরিয়া এবং আর্কিয়া (প্রোক্যারিওট) তেমনি বাদাবনের বাস্তুতন্ত্রের অস্তিত্বও নির্ভর করছে এই জীব বৈচিত্র্যের স্থায়িত্বের ওপর। কিন্তু এই বৈচিত্র্যের বিশদ চিত্র অপ্রতুল। তাই বিগত সাতচল্লিশ বছর ধরে সংগৃহীত এই সমৃদ্ধ সম্পদের একটি বাস্তুতান্ত্রিক পর্যালোচনা সহ ক্ষুদ্রাতিক্ষুদ্র, নতুন আবিষ্কৃত এবং বিলুপ্ত সহ মোট ৭,৬৫২টি প্রজাতির এক সুবিশাল তালিকা প্রকাশ করা হল এই বইতে। সুন্দরবনকে গভীরভাবে জানতে ও বুঝতে, নৃতাত্ত্বিক ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির সম্মুখীন বাদাবনের বাস্তুতন্ত্র তথা জীববৈচিত্র্য সুপরিকল্পিত পদ্ধতিতে পুনরুদ্ধার করতে বইটি অন্যতম সহায়ক হবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি