সূর্য-দীঘল বাড়ি
আবু ইসহাক
"সূর্য দীঘল" বাড়ির আখ্যান পর্বের সূচনা নিছক একখানি কথা সাহিত্যের চরিত্রগুলির জীবনের
বারমাস্যাই নয়, 'বিলকুল ভুলে'র পথে এগিয়ে চলা বাঙালি সমাজ, ভুলের পথে এগোতে এগোতে, স্বপ্নিল খোয়াবে ভাসতে ভাসতে তেলের শিশির মতই দেশখানাকে ভাগ করেও যখন বুঝতে পারেনি'পাকিস্তানে'র নামে, কোন 'ফাকিস্থানে'র সাকিনদার তাঁরা হয়ে গেল, এমন এক কালান্তক পর্ব, বাংলা এবং বাঙালির জীবনের সব থেকে মর্মান্তিক দ্রোহকালে 'জয়গুন' নামক এক চিরন্তন বাঙালি নারী, নারীত্বের মাতৃত্বের দুঃখযন্ত্রণাক্লিন্ন অথচ কখনো মেরুদণ্ড না বাঁকানো এক নারীর বেঁচে থাকার লড়াই আবু ইসহাকের এই কালজয়ী গ্রন্থটি।