ভারত বিখ্যাত শিশু-সাহিত্যিক ও শিশুমহলের দরদি বন্ধু শ্রীঅখিল নিয়োগী তাঁর পিতৃদত্ত নামের চেয়ে তাঁর কল্পিত নাম ‘স্বপনবুড়ো’ আখ্যায় বেশি পরিচিত, এমনকী তাঁর অনেক গুণমুগ্ধ পাঠক ও শিশু-সাথী- তার আসল নামের কোনো খবরই রাখেন না।
অবশ্য না রেখেও তারা কোনো অভাব বোধ করেন না। কারন তাঁর ‘স্বপনবুড়ো’ নাম এত যথার্থভাবে তাঁর আত্মার স্বরূপ দ্যোতনা করেছে যে তাতেই তার মনের ও জীবন-ব্রতের স্বয়ং প্রকাশ ঘোষণা সুস্পষ্ট। পরিণত বয়সের সংসার-জ্ঞান ও বৈষয়িকতার সম্পুর্ণ প্রভাবমুক্ত হয়ে তিনি বার্ধক্য পর্যন্ত শিশু চিত্তের কল্পনা সরসতা ও স্বপ্নঘোর অক্ষুন্ন রেখেছেন।
রবীন্দ্র-নাটকে ঠাকুরদাদার যে অংশ আমাদের শিশু জীবননাট্যে তাঁরও সেই ভুমিকা। তিনি বাঙালি শিশুর আনন্দযজ্ঞের পুরোহিত, তাদের উৎসবের নায়ক ও সহচর। দেশব্যাপী শৈশব-কল্পনার জীবন প্রকাশের প্রেরণা ও উপলক্ষ্য। এক কথায় তিনি শিশু মনরূপী মৌচাকের মক্ষিরানির পুরুষ সংস্করণ।
শুধু শিশু-সাহিত্য সৃষ্টিতে নয়, শিশুমেলার শিশু- সংগঠনে তিনি শিশুমনের অন্দরমহলে প্রবেশের চাবিকাঠিটি আয়ত্ত করেছেন।
যেখানেই তিনি যান, বাংলাদেশের ভেতরে ও বাইরে- বাংলার জনবহুল শহর ও পল্লিগ্রামে ও বিরলজন দূর প্রবাসে- তিনি দু-এক কথায় সেখানকার কিশোর-সমাজের চিত্তটি জয় করে নেন ও তাদের তরুন আত্মার সঙ্গে নিজেকে সম্পুর্ণভাবে মিলিয়ে দেন।
তাঁকে দেখেই ছেলে-মেয়েদের মুখে যে অভ্যর্থনার হাসি স্বতঃই ফুটে ওঠে, তাঁর আমন্ত্রণ গ্রহণে তাদের যে দুরন্ত আগ্রহ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উৎসারিত হয়, তাই তাঁর তরুণ চিত্ত অধিকারের রাজকীয় সনদ ও তাঁর চির-নবীন প্রাণের সবুজ নিশান।
দায়ীত্বপূর্ণ সংসার জীবনে প্রবেশের আগে শিশু-মনকে তিনি স্বপ্নসায়রে পারাপার করার একচ্ছত্র কান্ডারী।
তাঁর কল্পনা চোখে স্বপ্নের কাজল ঘন করে তোলায় রূপদক্ষ।
তাঁর জীবনের এই শিশু-কল্যাণে উৎসর্গিত পশ্চাৎপট থেকেই তাঁর শিশু-সাহিত্য সৃষ্টি ও শিশু-সংগঠন প্রচেষ্টার মূল প্রেরণাটি বোঝা যাবে।
শিশু-চিত্তে আনন্দদানের শিশু কল্পনাকে সরস রাখার- শৈশব সারল্য পরবর্তী জীবনে প্রসারিত করার যতরকম উপায় সম্ভব, তার কোনোটিই তিনি বাকি রাখেন নি। শিশুকে ভবিষ্যত নাগরিক রূপে প্রস্তুত করার, তাকে হিতকর শৃঙ্খল-সংযমে কল্যাণময় পরিণতির দিকে প্রবৃত্তি দেবার- মিলন ও প্রীতি বিনিময়ের মাধ্যমে তার শক্তি-সম্ভাবনাকে বৃহত্তর সমন্বয়ের অভিমুখী করার জন্য তাঁর উদ্যমের অন্ত নেই। তাঁর অসামান্য রচনাগুলির কয়েকটি আমরা প্রকাশিত করেছি দুটি খণ্ডে।
এই রচনাগুলি হলো:
• প্রথম খণ্ড
• বেপরোয়া
• বাবুইবাসা বোর্ডিং
• কিশোর সংকল্প
• নানা রঙের গল্প
• স্বপনবুড়োর সাচ্চা গল্প
• স্বপনবুড়োর সেরা গল্প
• স্বপন বুড়োর রঙ বেরঙের গল্প
• দ্বিতীয় খণ্ড
• স্বনামধন্যের সান্নিধ্যে
• শশী শ্যামলের সাঁকো
• পথের সাথি
• পঞ্চানন পণ্ডিতের পাঁচালী
• নিঝুমপুরীর রহস্য
• মানিক জোড়ের অলৌকিক কাহিনী
• স্বপনবুড়োর শৈশব
• গল্পে শরৎচন্দ্র
বইয়ের নাম: স্বপনবুড়ো রচনাসমগ্র( দুটি খণ্ড)
লেখক: অখিল নিয়োগী (স্বপনবুড়ো)