স্বপ্নের উড়ান
সুস্মিতা গঙ্গোপাধ্যায়
সাংবাদিক সম্মেলন কক্ষ ছেড়ে যাওয়ার সময়ে লুকা মডরিচ পরনের ভেজা জার্সিটা খুলে একটি স্বেচ্ছাসেবক মেয়ের হাতে কেন দিয়ে গেলেন, প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল ক্রীড়া সাংবাদিক সুস্মিতা গঙ্গোপাধ্যায়ের মনে। কাজ শেষ হতে মেয়েটির থেকে জানতে পারলেন, তার নাম ভ্যালেরিয়া। মেক্সিকোর মেয়ে হলেও সে রিয়াল মাদ্রিদে ফটোগ্রাফারের চাকরি করে। বছর চারেক আগে মডরিচের কাছে তাঁর দেশের একটা জার্সি চাওয়া এবং পাওয়ায় আপ্লুত ভ্যালেরিয়া। এরকম কত ঘটনা-দুর্ঘটনা-গল্পের মুখোমুখি হয়েছেন সুস্মিতা বিভিন্ন সময়ে। ভ্যালেরিয়ার ওই মন ছুঁয়ে যাওয়া ঘটনাটির মতো আরও কিছু ভালোলাগার মুহূর্ত গল্পের ছলে লেখিকা ভাগ করে নিয়েছেন 'স্বপ্নের উড়ান' গ্রন্থটিতে।
সুস্মিতা গঙ্গোপাধ্যায় :
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া 'অনন্যা' সম্মান পেয়েছেন ২০২২সালে। লন্ডন অলিম্পিক থেকে কাতার ফুটবল বিশ্বকাপ, ইনচিওন এশিয়ান গেমস থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। মাঝখানে রিও অলিম্পিক, রাশিয়া ফুটবল বিশ্বকাপ সব মিলিয়ে ঘর-সংসার সামলেও পেশাদার এক ক্রীড়া সাংবাদিক। তিনি সুস্মিতা গঙ্গোপাধ্যায়।
'স্বপ্নের উড়ান' সুস্মিতার প্রথম বই। তবে বইটি শুধুমাত্র এক সাংবাদিকের কভারেজের গল্পকথন নয়। গ্রন্থে রয়েছে এক সুবিশাল ক্যানভাস। যেখানে তিনি ময়দানের অভিজ্ঞতা ছাড়াও লিপিবদ্ধ করেছেন বিভিন্ন দেশের সংস্কৃতি, শিল্প ও খাদ্যসংস্কৃতির কথাও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.