তামাকের সংক্ষিপ্ত ইতিহাস
শ্রী কান্তিচন্দ্র সরকার সংকলিত
“১৪৯২ খৃঃ অব্দের নবেম্বর মাসের প্রথম সপ্তাহে ইউরোপীয়েরাই তামাকের বিষয় প্রথম অবগত হন। সুপ্রসিদ্ধ কলম্বস নাবিক যখন রত্নগর্ভা ভারতভূমির পথ আবিস্কারার্থ অপার জলধিজলে তরণী ভাসাইয়া কৌতূহলাক্রান্ত মনে আটলান্টিক মহাসাগর দিয়া গমন করিতেছিলেন, সেই সময়ে স্বীয় সহচরদ্বয়কে কিউবা দ্বীপ আবিষ্কার করিতে প্রেরণ করেন। নাবিকদ্বয় যখন কিউবায় উপনীত হন, তখন তাঁহারা দেখিলেন যে কতিপয় লোক একত্র সমবেত হইয়া বসিয়া আছেন; আর তাঁহাদের মুখ ও নাসিক হইতে অনবরত ঘুম বিনির্গত হইতেছে। নাবিকদ্বয় এই অভূতপূর্ব্ব ব্যাপার দর্শন করিয়া প্রথমে অতিশয় আশ্চর্যান্বিত হইয়াছিলেন।”
“তামাক সেবন” কথাটির সাথে আমরা প্রত্যেকেই প্রায় পরিচিত। যুগ যুগ ধরে তামাকের জনপ্রিয়তা একইরকম ভাবে সমাজে চলে আসছে। কিন্তু জানেন কি তামাকের ইতিহাস? কোথা থেকে কবে কিভাবে শুরু হয়েছিল তামাকের প্রচলন? কিভাবে এই গাছ ধীরে ধীরে চাষের আওতায় আনা হল? কেনইবা তার দরকার পড়লো? “tobacco” নামকরণটাই বা কেন হল? জানতে কি ইচ্ছে করে না? ইতিহাস প্রেমীদের মনে প্রশ্ন জাগে বৈকি! এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে, “তামাকের সংক্ষিপ্ত ইতিহাস” বইটিতে। লেখক শ্রী কান্তিচন্দ্র সরকার একই সাথে এই বইতে তামাকের ইতিহাসের পাশাপাশি, তার দোষ, গুণ ইত্যাদি নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন!!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.