গ্ৰামনগর আবাসন ও দুর্বার-এর বাঞ্ছারাম
নবকুমার বসু
গ্রামনগর আবাসন : :
নাতিদীর্ঘ এই উপন্যাসটি আমাদের চেনা সামাজিক বৃত্তের মধ্যেই এক অচেনা অথচ আন্তরিক ভালবাসার কাহিনি গল্পচ্ছলে বলার প্রয়াস। অতীতের পল্লী বা পাড়া অধুনা লুপ্তপ্রায়। বর্তমানে তা রূপান্তরিত হয়েছে আবাসন-আবহে। কখনও তা বহুতল, কখনও বা বিস্তৃত এলাকার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত স্বল্পতলের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সেখানে বসবাসকারী মানুষের যাপনপ্রক্রিয়া স্বভাবতই সীমাহীন। জীবন প্রবাহিত হয় সীমানা অতিক্রম করে এবং পারস্পরিক সম্পর্কে শহর-নগর-গ্রাম-গঞ্জ সব একাকার হয়ে যায়। কাহিনি বিন্যাসের নিবিড় বুননে, ভাষায়, সংলাপে আবাসন সংস্কৃতির এক নতুন এবং চমকপ্রদ আখ্যান শুনিয়েছেন লেখক যা ততটাই বাস্তব, যতখানি মানবিকও।
দুর্বার-এর বাঞ্ছারাম : :
লেখক নবকুমার বসুর কলম থেকে আবারও বেরিয়ে এসেছে প্রবাসী বাঙালি জীবনের একটি ব্যতিক্রমী কাহিনি যার বিন্যাসে আছে জনপ্রিয় 'সাজানো বাগান' নাটকটির নাম এবং অভিনয়। 'দুর্বার' নামে বঙ্গসন্তানদের তথাকথিত সাংস্কৃতিক গোষ্ঠী শ্রদ্ধেয় মনোজ মিত্রর নাটকটি মঞ্চস্থ করতে চায় বিলেতের মাটিতে। গ্রাম বাংলার সেই আবহ, মঞ্চ নির্মাণ, জলাজংলা পরিবেশ, গাছপালা, কুঁড়েঘর, আলোছায়া রচনা বিলেতের মতো দেশে নেহাৎ সহজ কর্ম তো নয়! তবু সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে গিয়ে যে চমকপ্রদ, চিত্তাকর্ষক এবং কখনও অম্লমধুর অভিজ্ঞতা প্রাণময় হয়ে ওঠে, তাই নিয়েই বিশিষ্ট কথাকার উপহার দিয়েছেন একটি অনন্য কাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.