তোমায় বলছি সুচরিতা
অনুপ ঘোষাল
প্রচ্ছদ-রাজেন্দ্রানী মুখার্জী
পৃষ্ঠা সংখ্যা-৬০
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪▪️
বৃষ্টি নামার আগে বুঝিনি অনেক কিছু।
বুঝিনি, কাঙ্ক্ষিত নদীজল ওঁতপেতে আমারই সম্মুখে।
ঢের বেশি ছড়ানো ছিটানো ছিল বাতিল পোষাক,
মোলায়েম দহনের আঁচ,
ধ্বনিহীন মোচড়ানো পিছল শরীর।
কিছু চাবুক গন্ধমাখা বদলের গানও!
আর কিছু শবর জীবন।
অযথাই ছিল যত অনুচিত লোভ অস্ফুট উচ্চারণে।
নেমে এলে বৃষ্টিকণার সঙ্গে,
বৃষ্টিকণার মতো অকুণ্ঠ বিশ্বাসে।
ধুয়ে দিলে পিপাসী পাইনের
বন জারুলের অবধ্য সংগীতের সাথে
আমার ঘোর লাগা চশমার কাচ,
লেখার টেবিল, নিরর্থক আনাচকানাচ।
বলে গেলে, সততার অহংকার থাকে কিছু!
সেও তো বিস্তারিত ছায়া, ধুলোর-ই বিজ্ঞাপন।
সে শবও ভাসিয়ে দাও তুমি।
নেশাতুর ঈশানের কোণে দিয়ে যাও
ত্রাণহীন অনন্তশয়ন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি