তুই ফেলে এসেছিস কারে
বিভাস রায়চৌধুরী
প্রচ্ছদ : সৌরভ মিত্র
দেশ স্বাধীন হবে। অনেকের মনেই আনন্দ-নাড়ু ফুটছে। মোতি উকিলের ব্যাটা রাজা হবে। আর জিনো পুঞ্জার উকিল ব্যাটাও স্বপ্ন দেখে হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ ভাগ হবে। তার মধ্যে এক লালমুখো র্যাডক্লিফকে বেড়ালের রুটিভাগ করতে হবে বলে প্রথম ইন্ডিয়াতে নিয়ে আসা হল। ঠিক হয় নদী জলের গতিপথ দেখে নদী মাতৃক দেশের জলের ধারা বেয়ে দেশ ভাগ হবে। কিন্তু টেবিলে ফেলা মানচিত্রে দাবার চাল চেলে সাহেব গেলেন দেশে ফিরে।
আর যারা ঘর, বাড়ি, পালিত পশু, পুকুরের বোয়াল, নদীর ইলিশ ফেলে সেই চোখের জলের ধারা বেয়ে নিজভূমে শত্রুপক্ষ হয়ে উৎখাত হয়ে গেল, ইতিহাসের নির্মমতম এক্সোডাস আর জেনোসাইডের বিষাক্ত চুম্বনে তাদের কথা কেউ মনে রাখেনি।
তিন জেনারেশনের স্ট্রাগল আর চারটে যুদ্ধ কাটিয়ে এখনো শোনা যায় মা তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে বর্গীর ভয় দেখিয়ে, কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে গত এক শতকের ঘৃণ্য রাজনৈতিক আর সাম্প্রদায়িক ইতিহাস।
বিভাস রায়চৌধুরীর কলমে মনখারাপের স্মৃতিগদ্য "তুই ফেলে এসেছিস কারে"।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.