উত্তরবঙ্গের রাজবংশি : সমাজ-সংস্কৃতি ও বিবর্তন
জ্যোতির্ময় রায়
সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের উত্তরাধিকারী রাজবংশি জনগোষ্ঠী শুধু উত্তরবঙ্গের বৃহত্তম জনগোষ্ঠী নয়, নামনি অসম, মেঘালয়, বিহার, ত্রিপুরা সহ নেপাল এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুদীর্ঘ সময় কালের ঘাতপ্রতিঘাত এবং বিবর্তনে এই রাজবংশি জনগোষ্ঠী নৃ-গোষ্ঠীগত কৌম বৈশিষ্ট্যসমূহ অধিকাংশই অক্ষুণ্ণ রাখতে সক্ষম হলেও আঙ্গিক ও প্রকরণগত দিক থেকে বহুবিধ পরিবর্তনকে আত্মীকরণ করতে বাধ্য হয়েছে। সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক কারণ ছাড়াও রাজনৈতিক কারণে এই পরিবর্তন তরান্বিত হয়েছে পর্যায়ক্রমিক বিভিন্ন পর্বে। কামরূপ-কামতা, কোচ রাজবংশের প্রেক্ষাপট ছাড়াও বি টিশ ঔপনিবেশিক সময় পর্ব এবং স্বাধীনোত্তর সময়কালে এই পরিবর্তন বেগবান হয়। বিশেষ করে সংস্কৃতিগত বিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। এই বিবর্তনকে প্রেক্ষিত করে এই গ্রন্থ প্রণয়ন। ক্ষেত্রসমীক্ষা, সমীক্ষণ ও বিশ্লেষণের মধ্য দিয়েই রাজবংশি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তন প্রতিপাদ্য হয়ে বর্তমান গ্রন্থটির বিষয়-বিস্তৃতি ঘটেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি