যোগী মৎ যা
প্রসেনজিৎ দাশগুপ্ত
আমাদের ঘিরে থাকে আলোকজ্জ্বল সুরেলা বলয়। অপার্থিব তার উপস্থিতি৷ কখনো অন্ধ ভিখারির কণ্ঠ ছুঁয়ে, কখনো সাধু-ফকিরদের প্রার্থনায়। কালক্রমে তা পর্যবসিত কখনো পুরাতন বা উত্তর আধুনিক চলচ্চিত্র আবহে, কখনো বা ধ্রুপদী সংগীতের মূর্চ্ছনায়। আমাদের ঘিরে রাখে অনিবার্য অখণ্ড আলোকবলয়। আমরা তা অনুভব করি, অনেক সময় তাও বোধগম্যতার বাইরে। ভিন্ন ধারার সেই আলোর সুরেলা সাম্রাজ্য অন্বেষণের চেষ্টা ধরা রয়েছে এই বইয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি