আজ কাল পরশুর প্রান্তে : মুখোমুখি সৌমিত্র চট্টোপাধ্যায়
সাক্ষাৎকার গ্রহণ : অনসূয়া রায়চৌধুরী
সৌমিত্র চট্টোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু নশ্বরদেহ লীন হলেও একজন প্রকৃত শিল্পী সময়হারা হয়ে থেকে যান তাঁর সৃষ্টিতে, চিন্তায়। আজ কাল পরশুর প্রান্তে ধরে রেখেছে শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বহুমাত্রিক চিন্তাসূত্র। কথাবার্তার মধ্যে দিয়ে অনসূয়া রায়চৌধুরী তুলে ধরেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনের অতল। বাল্যস্মৃতি রোমন্থন দিয়ে এই বইয়ের শুরু। ক্রমে সৌমিত্র একে একে স্মৃতির ঝাঁপি খুলে দিয়েছেন। অভিনয়ে হাতেখড়ি, শিশির ভাদুড়ি, লীলা মজুমদার, সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ, মঞ্চের সঙ্গে সম্পর্ক, বাঙালির চোখে অপু হয়ে ওঠা, নাট্যদল গড়া- পাতায় পাতায় কতশত স্বর্ণরেণুর খোঁজ। এক অর্থে অন্বেষার মন তৈরি করে কথায় কথায়। বাড়তি পাওনা হয়ে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অননুকরণীয় শব্দচয়ন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি