কল্যাণী কাজী - স্মৃতিফলকে নজরুল পরিবার
কল্যাণী কাজী
কাজী নজরুলের পুত্রবধূ, অনিরুদ্ধের স্ত্রী, কল্যাণী কাজী, পরিবারের মধ্যে থেকে যেভাবে কাছ থেকে বিদ্রোহী কবিকে দেখেছেন তার আখ্যান যে শুধু কবির জীবনচরিতে একটা নতুন মাত্রা সংযোজন করবে, তাই নয়, কল্যাণীর এই স্মৃতিকথা তাঁর নিজের ব্যক্তিত্ব ও কর্মকাণ্ডকেও পাঠকের কাছে উন্মোচিত করবে।
কল্যাণী কাজী আমাদের ছেড়ে চলে গেছেন ১২ মে, ২০২৩। কিন্তু জীবদ্দশায় সুমিতা দেবী ও সেন্টারের গবেষকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যে স্মৃতি তিনি বাঙ্ময় করেছেন, তা এই আকরগ্রন্থের দুই মলাটের ভাঁজে ধরা রইল।