অদ্বৈত মল্লবর্মণের লোক-সাহিত্য সংগ্রহ
'কোড়া' এক প্রকার বৃহদাকার জলো পক্ষী। বর্ষাকালে পল্লীর চারিধারে যখন জল বাড়িয়া উঠে তখন আধডুবো নালিতা ও ধান গাছের ফাঁকে ফাঁকে কোড়া পাখি ডাকিতে থাকে। নিরক্ষর পল্লীবাসীদের অনেকেরই এই পাখি পুষিবার দারুণ শখ আছে। ময়না ইত্যাদি পাখি যেমন সৌখিন লোকেরা প্রাণসম আদরে পুষিয়া থাকে, পল্লীর বালকেরা কোড়াও তেমনিভাবে পোষে। পল্লীতে যাহাদের কোড়া পুষিবার বাতিক আছে তাহারা 'কোড়া ঋতু'তে ধান নালিতা জমির অন্তরালে কোড়ার ডাক শুনিলে 'শিকারের' জন্য, উন্মত্ত হইয়া উঠে। আহার নিদ্রা ভুলিয়া যায়, ভুলিয়া যায় জীবনের মমতা। এখানে শিকার করার অর্থ মারিয়া ফেলা নয়, জ্যান্ত ধরিয়া আনিয়া পোষ মানানো। পোষ মানা কোড়ার সাহায্যেই 'জঙ্গলে' কোড়া শিকার করিতে হয়। এই কোড়া শিকার ব্যাপারটা বেশ অদ্ভুত। আষাঢ় শ্রাবণ মাসে যখন ধান নালিতা গাছগুলো প্রায় ডুবো ডুবো হইয়া যায় তখনই কোড়া ধরিবার উপযুক্ত সময়। এই সময়ে শৈবাল ইত্যাদি জায়গায় জায়গায় জড়ো করিয়া উহার উপর কোড়ারা ডিম পাড়ে, তখন দিনে কিংবা রাত্রিতে বিল অথবা ডুবো জমির উপর দিয়া নৌকা বাহিয়া যাইবার কালে কোড়ার ডাক শুনা যায়। কোড়া শিকারীরা এই সময় বৃহদাকারের এক প্রকার (বিশেষ করিয়া কোড়ার জন্য নির্মিত) পিঞ্জরাতে পোষমানা কোড়াকে লইয়া ডুবো জমিতে যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.