আলো-অন্ধকারে যাই
অকপট আলাপচারিতায় প্রদীপ ঘোষ
কথায় ও লেখায় : শুভব্রত রায় চৌধুরী
প্রদীপ ঘোষ (১৫ আগস্ট ১৯৪২ — ১৬ অক্টোবর ২০২০) ছিলেন বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও খ্যাতনামা বাচিক শিল্পী। অসামান্য মন্ত্রিত কণ্ঠস্বরে স্পষ্ট উচ্চারণে নিখুঁত স্বরক্ষেপণের গুণে ষাটের দশকের বাংলা শিল্প ও সংস্কৃতির জগতে কিংবদন্তি আবৃত্তিকার ছিলেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী প্রদীপ তিন বৎসর বয়স থেকেই পিতা প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী চিন্ময় জীবন ঘোষের কাছে আবৃত্তি শেখেন। প্রদীপ ঘোষ দীর্ঘদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যুগ্ম অধিকর্তা ছিলেন। বাচিক শিল্প ও আবৃত্তিকে তিনি জনপ্রিয় করে তুলেছেন। প্রদীপ ঘোষ তার নিজস্ব আঙ্গিকে আবৃত্তির গুণে স্মরণীয় হয়ে আছেন। তিনি 'বাণীচক্র' এবং 'সুরভি সংগীত পরিষদ' সহ বহু সাংস্কৃতিক সংস্থার সাথে যুক্ত ছিলেন। বাঙালীর আইকন প্রদীপ ঘোষের অন্যতম প্রিয় শিষ্য শুভব্রত রায় চৌধুরীর সঙ্গে তাঁর নিকট সম্পর্ক, মুহূর্তরা তার সাক্ষী। তাঁর প্রিয় শিষ্যর সাথে এই অকপট আলাপচারিতায়, শৈশবের দিনগুলি থেকে কর্মময় জীবনের নানা কথাই রয়েছে বইটিতে।
লেখক পরিচিতি :
শুভব্রত রায় চৌধুরী, বাচিক শিল্পী ও লেখক। প্রদীপ ঘোষ'র একনিষ্ঠ শিষ্য। আবৃত্তির নিয়ত চর্চায় যুক্ত, প্রশিক্ষক। ভয়েস ট্রেনিং এর সার্টিফাইড ট্রেনার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.