আমাজনের উৎস সন্ধানে
নবকুমার দাস
অলংকরণ : দেবনাথ
বিজ্ঞানী বি কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী এ.সি.এ বা একাডেমিক কোঅপারেশন এসোসিয়েশনের আহ্বানে তাঁর দুই ব্রাজিলীয় অভিযাত্রী যথা ইঞ্জিনিয়ার মিগুয়েল অস্ট্রিয়ান এবং ডাক্তার আন্তোনিও রদরিগোর সঙ্গে আমাজন নদীর উৎস সন্ধানী অভিযানে সামিল হন। ঘাটোর্ধ্ব বিজ্ঞানী বক্সী বোলপুর খোয়াইয়ে তাঁর গবেষণাগার 'বনবাস' থেকে রওনা হয়ে কলকাতা ও মুম্বাই ছুঁয়ে পৌঁছালেন ব্রাজিলের রাজধানী সাওপাওলা। সেখান থেকে দলপতি ও সহকারী দলপতির সঙ্গে বিমানে পৌঁছান আমাজন অরণ্যের অন্যতম প্রবেশদ্বার মানাউস। মানাউসের বিখ্যাত ইউনিভার্সিদাদ দেল ফেডেরাল আমাজোনাস-এর অধ্যাপক তথা উদ্ভিদবিদ ফ্রেন্দরিকো দেল বাস্ক যোগ দিলেন তাঁদের সঙ্গে। দুরন্ত আমাজনে নৌ-অভিযান শুরু হল। একে একে যোগ দিলেন পেরুভিয়ান গবেষিকা ও নদী বিশেষজ্ঞা আন্দ্রেয়া সান্তিয়াগা এবং তাঁর স্বামী প্রখ্যাত প্রাণীতত্ত্ববিদ ডক্টর হ্যান্স সান্তিয়াগা এবং আরো অনেকেই। অনেক বিপদ-আপদ ও বাধা-বিপত্তি অতিক্রম করে তাঁরা কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারলেন আমাজনের সত্যিকারের উৎসে?
সেই কাহিনী বর্ণিত হয়েছে এই চিত্রময় উপন্যাসে।
-------------------------
।। আলাপ।।
বিজ্ঞানী বি. কিউব ওরফে ডক্টর বনবিহারী বক্সী এক মজাদার চরিত্র। ২০২১ সালে কলকাতা বইমেলায় তাঁর প্রথম বই বিজ্ঞানী বক্সীর ডায়েরি প্রকাশিত হলেও তাঁর আত্মপ্রকাশ ২০০৮ সালের কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকার শারদীয়া সংখ্যার 'কিয়েভে কিস্তিমাত' গল্পে।
২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকায় ধারাবাহিক হিসেবে বিজ্ঞানী বক্সী সিরিজের লেখাটি আমাজনের আতঙ্ক শিরোনামে প্রকাশিত হয়েছিল। পৃথিবীর রহস্যময় নদী আমাজনের উৎস সন্ধানী অভিযানের সেই কাহিনীর প্রকাশ কোভিডের কারণে পিছিয়ে যায়। অবশেষে অঞ্জলি প্রকাশনীর উদ্যোগে উপন্যাসটি প্রকাশিত হয়েছে। ভালোবেসে অলংকরণ করেছে একদা সহপাঠী দেবনাথ। সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রিয় পাঠক-পাঠিকাদের যাঁদের পাঠ প্রতিক্রিয়া জানার জন্য আমি উদ্গ্রীব থাকি।
নবকুমার দাস
বীরেন রায় রোড (পশ্চিম)
কলকাতা-৭০০০৬১
৩০ শে নভেম্বর, ২০২২
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি