আমার কোন রাগ নেই, রাগিনীও নেই
অতনু বর্মন
প্রচ্ছদ শুভদীপ সেনশর্মা
সত্যের চেয়ে অনুমান বেশি দামি,
এবং সেখানে জয়ী হয় পাগলামি।
পাগলামিটাকে চিনতে পারলে ভালো,
অচেনার মেঘে চির চেনা চমকালো।
সেই চির চেনা মাঝে মাঝে কী যে করে!
ঘন বর্ষায় অচেনার ভয়ে মরে।
চেনা অচেনার মাঝখানে দুলি আমি,
মরতে মরতে তবু বাঁচে পাগলামি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি