আমি কবিতার কেউ নই
সায়ন রায়
প্রচ্ছদ : দেবাশীষ সাহা
কবরস্থানের পাশে একটি গোলাপ আমি দেখেছি শাশ্বত
কানে কানে বীজমন্ত্র বেঁচে থাকবার শ্বাস তোমায় নিলাম
আজীবন ভয় যত তিলে তিলে ক্ষয়টুকু সহজ আলাপে
ছেড়ে আসি দেহলিজ ছেঁড়া সংসারের ঘ্রাণ প্রিয় শূন্যতায়
আমিও জেনেছি সাধু সাধনার ধারাপাত নিজেতে বর্তায়
কীভাবে গোলাপগুচ্ছ ব্যবহারে ব্যবহারে জীর্ণ হতে থাকে
সুপ্ত ইশারায় ডাকো মুক্ত হয়ে ভেসে যাক প্রকৃত চুমুক
পানপাত্র বেদনার নক্ষত্রের গান হয়ে বেজে ওঠে ঘাসে
দূর অতি দূর এক অরণ্যের অন্ধকারে পায়ে চলা পথ
নিজেকে হালকা করে প্রলয়ের সুর তোলে সামান্য বালক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি