আপনি কিছুই জানেন না মঁসিয়ে
শীলা বিশ্বাস প্রণীত কবিতাগ্রন্থ
প্রচ্ছদ সমীরণ ঘোষ
যতদূর মনে হয় সেই হত্যার আপনি
প্রত্যক্ষদর্শী। আপনি জানেন আপনার বন্ধুর
হত্যকারী কে? চিনিয়ে দিতে চাইছেন না।
গড়িয়ে যাওয়া রক্তের উপর দিয়ে হেঁটে ঘরে
ফিরেছেন। জুতোর তলা থেকে ঘসে ঘসে
রক্তের দাগ মুছে স্বাভাবিক থেকেছেন।
আসলে আপনিও একজন খুনি। এ কথা
স্বীকার না করলেও আপনি একজন খুনিই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি