আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা
অরূপ রতন সমাজদার
------------------
স্থান, শরীর, বা বস্তুর মতো কুয়াশায় ঢাকা পড়ে যায় অতীত। আবার প্রকৃতির নিয়মেই, কুয়াশা কেটে গেলে সেই অতীত মাথা চাড়া দিয়ে ওঠে। তাতে কখনও মিশে থাকে নস্টালজিয়ার আরাম। আবার কখনও লেগে থাকে রক্ত।
----------------
কালিম্পং জেলার এক কোনায়, পাহাড়-জঙ্গলে ঘেরা কোলাখাম। বিস্তৃত উপত্যকা, অদূরে জলপ্রপাত ও দিগন্তে কাঞ্চনজঙ্ঘা— সব মিলিয়ে ইদানীংকালে ট্যুরিস্টদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তবে আচমকা আবহাওয়ার অবনতির কারণে এখন সবকিছুই মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা। সেইসঙ্গে অবিরাম বৃষ্টি।
এহেন পরিস্থিতিতে একদল মানুষের আপাতত অস্থায়ী ঠিকানা এখানকার এক হোমস্টে। অনেকে যেমন এসেছিলেন নিছক ভ্রমণেরই উদ্দেশে, আবার কেউ শেষ মুহূর্তে বাধ্য হয়েছেন নিজের প্ল্যান বাতিল করে এখানে কিছুদিনের জন্য ঠাঁই নিতে।
এই ধূসর একঘেয়েমির মাঝে অতর্কিতে হানা দেয় মৃত্যু। ওলট-পালট হয়ে যায় পাহাড়ি দৈনন্দিনতার রুটিন। পুলিশি তৎপরতা ও নিয়মমাফিক তদন্ত সাময়িকভাবে আশ্বস্ত করে।
কিন্তু কথায় বলে, মৃত্যু যখন কোনো ঠিকানায় কড়া নাড়তে আসে, তার তালিকায় কখনোই শুধু একটিমাত্র নাম থাকে না...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি