জাক লার্কা : তত্ত্বে ও প্রয়োগে মনবিশ্লেষণ
অর্ক চট্টোপাধ্যায়
২০২২-এর ডিজিটাল দেখনাইপনা, ট্রোলিং এবং হেট-স্পিচের দুনিয়ায় ভাষার মাধ্যমে ভাষাকে পেরিয়ে যাওয়ার প্রয়োজন হয়তো সব থেকে বেশি অনুভূত হচ্ছে সামাজিক-রাজনৈতিক চরাচরে। শব্দের বিয়োজন থেকে দূরে নৈঃশব্দ্যের শান্তি চাইছি আমরা। অথচ লাকানীয় রিয়াল মানে নৈরাজ্যও বটে। রিয়াল, ভাষার বা অন্য কোনোকিছুর নিয়ম মানে না।
জাক লাকাঁর (১৯০১-১৯৮১) নামের সঙ্গে সচরাচর জুড়ে থাকে ফরাসি মনোবিশ্লেষণের ভাষাকেন্দ্রিক হয়ে ওঠার কথা। লাকীর মতে অবচেতন মনের কাঠামো ভাষাকাঠামোর অনুরূপ। কিন্তু অবচেতন মনকে তিনি ভাষার মধ্যে সীমাবদ্ধ করেননি। ভাষাকেও বারবার নতুন করে ভেবেছেন। এই গ্রন্থে লাকানীয় মনোবিশ্লেষণের ভাষা অতিক্রমণের গতিপথ নির্দেশ করার চেষ্টা করা হয়েছে ওঁর অন্তিমপর্বের চিন্তনকে অগ্রাধিকার দিয়ে। মনোবিশ্লেষণের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষিত, ক্লিনিকাল প্রয়োগ ছাড়াও সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রচর্চায় লাকাঁনীয় মনোবিশ্লেষণের প্রায়োগিক আলোচনা প্রস্তাবিত হয়েছে এই বইয়ের প্রবন্ধগুলিতে। ঘৃণা-মৃত্যু-দ্বেষের যে ধারাপাতের সাক্ষী আমাদের সমকাল তা কী ধরনের অভিঘাত তৈরি করবে মানুষের অবচেতনে? কীভাবে পালটাবে আমাদের অবচেতন? এই সময়ের ঘনায়মান অন্ধকারকে বুঝতে আমাদের বারবার লাকার মুখোমুখি হতে হবে।
লেখক পরিচিতি :
অর্ক চট্টোপাধ্যায় আইআইটি গান্ধিনগরের মানববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং গল্পকার ও লিখনকর্মী। তাঁর গবেষণার মূল বিষয় জাক লাঁকা। অস্ট্রেলিয়াতে লাকানীয় মনোবিশ্লেষণে প্রশিক্ষিত অর্ক অল্পবিস্তর ক্লিনিকাল প্র্যাকটিস করে থাকেন। ইংরেজি ভাষায় প্রকাশিত ও প্রকাশিতব্য একাধিক প্রবন্ধ সংকলন, কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রবন্ধ সংকলন বর্তমান গ্রন্থটি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি