দ্য গ্রেট গ্যাটসবি
এফ. স্কট ফিজ্জেরাল্ড
অনুবাদ : সুমন্ত অধিকারী
প্রচ্ছদ : বুদ্ধীশ্বর কারিগর
গ্যাটসবি প্রেমিক। গ্যাটসবি রহস্যময়। গভীর দু-চোখের পিছনে গ্যাটসবি ঠিক কী রোমাঞ্চ লুকিয়ে রেখেছেন, তা কেউ জানে না। কী আশায় খেলাঘর বেঁধে গ্যাটসবি রোজ সাগরপারের সবুজ আলোর দিকে চেয়ে থাকেন, তাও সবার অজানা। ঐ দূরেই কি লুকিয়ে আছে গ্যাটসবির জীবনের গোপনতম ঐশ্বর্য? সাইরেনের শব্দ কি রোজ ভোরবেলায় তারই সংকেত দিয়ে যায়?
===========
লং আইল্যান্ডের পাশাপাশি দুই বাড়িতে থাকেন জে গ্যাটসবি আর নিক ক্যারাওয়ে। তাঁরা অভিন্নহৃদয় বন্ধু। গ্যাটসবি ডেইজিকে ভালোবাসেন। সেই অনেককাল আগে থেকে। তখন তিনি নিক-কে চিনতেন না। তারপর গ্যাটসবি যুদ্ধে গেলেন।
ফিরে এসে দেখলেন ডেইজির বিয়ে হয়ে গেছে। আর কি কখনও দেখা হবে তার সঙ্গে? ডেইজি নিকের দূর সম্পর্কের বোন। নিকের সঙ্গে গ্যাটসবির বন্ধুত্ব কি আবার কোনোভাবে তাদের কাছাকাছি নিয়ে আসবে? নাকি যা গেছে, তার সবকিছুই গেছে, আর কিছুই নেই বাকি? গ্যাটসবির বাড়ি থেকে সমুদ্রের বুক চিরে যে সবুজ আলো দেখতে পাওয়া যায় রোজ, তাই বা কীসের সংকেত? অনেক উঁচু থেকে ডক্টর একেলবার্গ একদৃষ্টে চেয়ে থাকেন নীচের পানে। চশমার পিছন থেকে দেখতে পান সময়ের সঙ্গে সম্পর্কদের বদলে যাওয়া। সময়ের বুকে ছাপ রেখে যায় কিছু নিখাদ বন্ধুত্ব আর প্রত্যাশাহীন প্রেম।
===========
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি