অসুর
সম্পাদনা : প্রদীপ কর
অসুর বিষয়ে আমাদের সাধারণ ধারণা সঠিক নয়। মহিষাসুরকে নিয়েও আমার জানা অনেকটাই বিভ্রান্তিতে ভরা।
শৈব উপাসক মহিষাসুর নিজের যজ্ঞভাগ অর্জন করেছিলেন। শ্রীশ্রী দুর্গা'র পদপ্রান্তে থেকেও পূজার অধিকারী এমনি এমনি হয়নি!
নৃতত্ত্বের দিক থেকেও একদা অসুর সম্প্রদায় সমাজের খুব গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। আকরিক থেকে লৌহ নিষ্কাশন বিদ্যায় পারদর্শী ছিল। হয়তো এই বিশেষ কারিগরী বিদ্যাটি, তথাকথিত আর্যদের আয়ত্ত হবার পর, সুকৌশলে অসুরদের সমাজশ্রেণিতে পিছিয়ে দেওয়া হয়।
এখনো এই জনজাতির মানুষেরা স্বমহিমায় বিরাজ করেন। কেমন তাদের জীবনযাপন? কেমন তাদের সামাজিক অবস্থান?
অসুর বিষয়ক মিথ ছাড়াও নৃতত্ত্বগত দিক নিয়েও রয়েছে নানাবিধ আলোচনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি