আতঙ্ককাল
(৬টি ভিক্টোরিয়ান গথিক-হরর আখ্যান)
প্রচ্ছদ: রৌম্যজিৎ হাজরা
২য় প্রচ্ছদ (ব্যাক কভার): অমিত মুখোপাধ্যায়
আজকের ঝকঝকে প্রজন্মের কাছেও লূতাতন্তুনিগড়ে বন্দি এই ধারার কেন এহেন জনপ্রিয়তা? কারণটা প্রফেসর জন বোওয়েনের লেখায় পাওয়া যায়। ব্রিটিশ লাইব্রেরির জন্য রচিত একটি প্রবন্ধে তিনি লিখেছিলেন, গথিক সাহিত্যের মধ্যে একটা অদ্ভুত আধুনিকতা আছে। অলৌকিক সেখানে একটা আড়ালমাত্র। আদতে এই ধরনের লেখার কেন্দ্রে আছে বদলাতে থাকা সময়, নব-নব উদ্ভাবন, আর পরিবর্তনশীল সমাজে নিজেকে গ্রহণযোগ্য, ‘সফল’, অথবা স্রেফ জীবন্ত করে রাখার চেষ্টা তথা অন্যদের মধ্যে তার প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ। গথিক সাহিত্যের আপাতদৃষ্টিতে অসম্ভব ও অবিশ্বাস্য নানা প্লট ও ট্রোপের অন্তরালে আমরা আদতে নিজেদের গভীরতম ভয়েদের মুখোমুখি হই। আমাদের চারপাশেই তখন ঘনিয়ে ওঠে আতঙ্ককাল!
এই সংকলনে অনূদিত, ভাবানূদিত এবং মৌলিক লেখার মাধ্যমে লেখকেরা ঠিক এভাবেই অন্তরের ও বাহিরের আতঙ্ককে একাকার করে তুলতে চেয়েছেন। তাতে আপনারা পাবেন মনের আলো-অন্ধকার, পাবেন অভিশাপ, পাবেন প্রাচীন পাপের পদচিহ্ন…আর পাবেন আতঙ্ক।
‘আতঙ্ককাল'—৬টি ভিক্টোরিয়ান গথিক-হরর আখ্যাধারাটি প্রাচীন রোম ও গ্রিসে তার জন্মবীজ খুঁজে পেলেও নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা সে করেছিল উনিশ শতকের ব্রিটেনে। সেই সময় যা কিনা বিখ্যাত ছিল 'ভিক্টোরিয়ান এজ' নামে, সেই কালখণ্ডের নামেই এই সাহিত্যধারার নামকরণ হয়— 'ভিক্টোরিয়ান গথিক হরর' ।
ভিক্টোরিয়ান গথিক হরর মূলত নির্মিত হয় কয়েকটি অদ্ভুত পরিপ্রেক্ষিতকে কেন্দ্র করে। পোড়ো জমিদার বাড়ি, অন্ধকার অতীতের রহস্য ও আতঙ্ক, পারিবারিক গুপ্তকথা, প্রাচীন অভিশাপ, অলৌকিক কিংবদন্তি— এ-সমস্ত উপাদানকে ভিত্তি করে গড়ে তোলা এইসব কাহিনি পাঠকের মনোজগতে শিহরন তোলে, এনে দেয় এক অননুভূত আবেগ ও রোমাঞ্চ।
বাংলার মাটিতে ভিনদেশি এই সাহিত্যধারার সিঞ্চনের এক উদ্যোগ এই সংকলন— 'আতঙ্ককাল'। এই সংকলনের আখ্যানগুলি সম্ভাব্য সকলপ্রকারেই স্বদেশপটে আঁকতে চেয়েছে ভিক্টোরিয়ান গথিক হররের আতঙ্ক ও শিহরনের ছবি। তাই এ-গ্রন্থে সংকলিত হয়েছে ভিক্টোরিয়ান গথিক হররের বিখ্যাত লেখকদের সৃষ্টির অনুবাদ, সঙ্গে জুড়েছে বঙ্গীকরণও— যেখানে পাত্রপাত্রী-পরিবেশ চেনা হলেও আতঙ্কের সে-ভাবটি বাংলার পাঠকদের অচেনা। আর এরই সঙ্গে রয়েছে শতাব্দীপ্রাচীন আতঙ্কের ছায়া গর্ভে ধরে রাখা মৌলিক কাহিনিও।
অনুবাদ, বঙ্গীকরণ এবং মৌলিক কাহিনির এই ত্রিমাত্রিক পরিবেশনায় পাঠকের ভিক্টোরিয়ান গথিক-হরর আস্বাদন তৃপ্তিদায়ক হবেই।
সূচি -
বাঘবন্দি - অর্ক পৈতণ্ডী
নীল কুয়াশার ঘর - রূপম চট্টোপাধ্যায়
নিয়তি ( মূল গল্প: দ্য ডুম অফ দ্য গ্রিফিথস্ )
এলিজাবেথ গাসকেল (ভাষান্তর: পার্থ দে )
কারাবোঙ্গা - ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়
অনন্তের চিহ্ন - তন্ময় সরকার
ক্ষমা করো প্রভু.... - সপ্তর্ষি চ্যাটার্জি
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.