আত্মজীবনী : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
সম্পাদনা – কুন্তল মিত্র
রবীন্দ্রনাথের "জীবনস্মৃতি" তো অনেকেরই পড়া। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পাঠকদের ধারণা সীমিত। সেই সীমিত ধারণাকে বর্ধিত করার জন্য কুন্তল মিত্র সম্পাদনা করেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের "আত্মজীবনী"।
দেবেন্দ্রনাথ ঠাকুরের শিশুকালে দিদিমার কোলে করে কালীঘাট যাওয়া থেকে দিদিমার মৃত্যুর পরে উৎপন্ন হওয়া বিষাদের বর্ণনা পাঠককে অভিভূত করে। তেমনই বাল্যকাল থেকে তাঁর ঈশ্বরকে খোঁজার প্রয়াস পাঠককে কিঞ্চিৎ ভাবনায় ফেলে দেয়। রামমোহনের ছায়ায় থেকে নিজেকে ব্রাহ্ম সমাজে নথিভুক্ত করা থেকে দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে সন্তানদের আধুনিক মানসিকতার শিক্ষা দান করা, সমস্ত জীবন যেন তিনি পরের নামেই উৎসর্গ করেছিলেন। তাই তো তিনি দেবর্ষি। এই মহান ব্যক্তিত্বকে একজায়গায় তুলে ধরার সামান্য প্রয়াস করা হয়েছে এই বইটিতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি