বই- ফিরে দেখা
লেখক - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
স্মৃতির সরণি বেয়ে কেউ কেউ চলে যেতে পারেন বহুদূরে আর তিনি যখন ফিরে আসেন তখন তাঁর মুঠো ভরতি রংবেরঙের বহুমূল্য পাথর-চুন্নি-পান্না-হিরে -কী নেই সেখানে! নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই পরিব্রাজক; যাঁর সঙ্গে একটা ভুল শব্দ উচ্চারণের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের পরিচয়, এরপর তাঁর লেখায় পাই কীভাবে রবি ঠাকুরের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। এছাড়া তাঁর হৃৎপিণ্ডে আঁচড় কেটে যাওয়া তাঁর মা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাগরময় ঘোষ, কবি অরুণকুমার সরকার, অম্লানকুসুম অম্লান দত্ত। কানাইদা, ফাদার দ্যতিয়েন অনেকেই এসেছেন এই গ্রন্থিত লেখায়। নীরেনবাবুর দেখা তিরিশ-চল্লিশের কলকাতা এখনকার সঙ্গে আর মেলাতে পারি না আমরা। শুধু দেখতে হয় চিরতরুণ পরিব্রাজকের চোখ দিয়েই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি