গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের 'বাবু-মিউ রহস্য সমগ্র'-এর প্রথম খণ্ড। নব্বইয়ের দশক বা তার পরবর্তী সময়ে যাঁরা নিয়মিত বাংলা গোয়েন্দা কাহিনি পড়েছেন, তাঁদের কাছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত এবং প্রথম সারিতে থাকা নাম। পূর্ববর্তী খণ্ডে পাঠক এই সিরিজের প্রথম বারোটি কাহিনি পড়েছিলেন, যার মধ্যে শারদীয়া শুকতারায় প্রকাশিত উপন্যাসের সংখ্যা ছিল দশটি এবং ধারাবাহিকভাবে প্রকাশিত দু’টি উপন্যাসই ছিল। এই খণ্ডে সংকলিত হল বাকি উপন্যাসগুলি, যার সবক'টিই প্রকাশিত হয়েছিল শারদীয়া শুকতারার বিভিন্ন সংখ্যায়। তার সঙ্গে, উপন্যাসগুলির শেষে একটি পরিশিষ্টও রইল, যাতে প্রথম থেকে শেষ অবধি ক্রোনোলজিক্যাল অর্ডারে প্রকাশকালসহ উপন্যাসগুলির তালিকা দেওয়া রয়েছে। আশির দশকের শেষ বা মধ্য-নব্বইয়ের দশকের দুপুরগুলো যে চরিত্রদের সঙ্গে কাটিয়ে এসেছিলেন আজকের মধ্য-ত্রিশ বা সদ্য-চল্লিশের পাঠকরা, তাঁদেরকে আবার তিন দশক আগের ছেলেবেলা মনে করিয়ে দেওয়ার উদ্যোগটা দেব সাহিত্য কুটীর শুরু করেছিল গত বছরেই। এ বছর সেই উদ্যোগের একটি পর্বের সমাধা হল মাত্র। সেই সমাধার জন্য নস্টালজিক পাঠকরা দু'খণ্ডে দু' মলাটের মধ্যে পেয়ে গেলেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে থাকা ছেলেবেলার একাংশের সম্পূর্ণ সংকলন। বর্তমান প্রজন্মের পাঠকরাও এই কিশোর গোয়েন্দাদলকে আপন করে নিতে পারবে, একথা বাজি রেখে বলা যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.