শুকতারা-র ১০১ কল্পবিজ্ঞান ও রহস্য গল্প
সম্পাদনা : রূপক চট্টরাজ
এক বিকল্প বাস্তবতার সন্ধান দেয় সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। মুক্তি দেয় আমাদের কল্পনাকে প্রতিদিনের কিংবা জানাচেনা বাস্তবতার বাঁধন থেকে। সেই মুক্তি সম্ভব করে বিজ্ঞানের অসীম ভাবনা, বরং বলা ভালো অসীম সম্ভাবনা। পশ্চিমের সাহিত্যে কল্পবিজ্ঞানের ঐতিহ্য সুদীর্ঘ। হয়তো খ্রিস্টপূর্ব দেড়শো বছর আগেও আঘ্রাণ পাওয়া যায় তার। আধুনিকতায় এসে মেরি শেলি থেকে জুল ভের্ন কিংবা এইচ. জি. ওয়েলস বাঙালি পাঠকের অতি-পরিচিত আপনজন। আমাদের সাহিত্যে কল্পবিজ্ঞানের যাত্রাসূচনা বিশ শতকের আগে নয়। আমাদের ভাষায় যাঁরা কল্পবিজ্ঞান চর্চা করেছেন, ছোটোদের কল্পনার দখল নিয়ে তাকে উড়ান দিয়েছেন বিজ্ঞানের ডানায়, তাঁদের অন্যতম বিচরণক্ষেত্র হয়ে উঠেছিল শুকতারা। কল্পনা বিজ্ঞানের সঙ্গে রহস্য-রোমাঞ্চের সহাবস্থান এই সংকলনকে বাঙালি পাঠকের মনন ও কল্পনার দীর্ঘজীবী সঙ্গী করে তুলবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি