বর্হিভারতে রাম-কথা
তিলক পুরকায়স্থ
শ্রীরাম’ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই উপস্থিত নন, ভারতবর্ষের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে হাজির হয়েছেন বিভিন্ন দেশে। অনেক সময়েই বহির্ভারতের রামায়ণ আমাদের চেনা রামায়ণ থেকে আলাদা।
কিন্তু প্রশ্ন হল শ্রীরাম কি রক্ত-মাংসের মানবদেহধারী কেউ ছিলেন, নাকি শুধুই একটি মহাকাব্যের নায়ক? বলাই বাহুল্য, একদিকের বিশ্বাস তিনি রক্ত মাংসের মানবদেহধারী ছিলেন, অন্যদিকের বিশ্বাস তিনি বাল্মীকি ও তাঁর বিভিন্ন উত্তরসূরীদের কাব্যের নায়ক মাত্র। এই কূট প্রশ্নটি কত শত কন্ট্রোভার্সি এবং সমস্যার সৃষ্টি করেছে, তা সুধী পাঠকদের অজানা নয়।
লেখক নিজ অর্থ, সময় এবং অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য খরচ করে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে শ্রীরাম ও রামায়ণের খবর জোগাড় করেছেন। যে দেশগুলির রামায়ণ ও সংস্কৃতি আলোচিত হয়েছে তার মধ্যে আছে বার্মা, লাওস, ইন্দোনেশিয়া, শ্যামদেশ অর্থাৎ থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, আফ্রিকা, চীন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লেখক তাঁর নিরপেক্ষ দৃষ্টিতে, একজন ট্রু রিসার্চারের মোহমুক্ত চোখে শ্রীরাম ও রামায়ণের ব্যাপারে পুংখানুপুংখভাবে খোঁজার প্রচেষ্টা করেছেন। এই বইটি শুধুমাত্র একটি ডেসক্রিপটিভ লেখা নয়, অ্যানালিটিকও বটে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.