বামাখ্যাপা
'আলোচনা' সম্পাদক : শ্রীযোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ভক্তই ভগবানের পরম প্রিয়। যাঁহার হৃদয়ে ভক্তি আছে, মা মা বলিয়া যে ছেলে কাঁদিয়া ধরাতল অভিষিক্ত করিতে পারে, মা তাঁহাকেই ক্রোড়ে লইয়া থাকেন, অমিয়ময় পীযূষধারা দানে তাহারই তাপিত প্রাণ শীতল করেন। যাহারা কামিনী-কাঞ্চনাদি অসার ক্রীড়ার দ্রব্য লইয়া এই খেলার সংসারে কেবল খেলায় মত্ত থাকে, মা তাহাদের প্রতি ফিরিয়াও দেখেন না, যাহারা ভক্ত, ভক্তি-সুধাধারে যাহাদের হৃদয়ক্ষেত্র সরল-উর্বর, তাহাতে বীজ সহজেই উপ্ত হয় এবং সেই কমনীয় পবিত্র আসনই ভগবানের চির-প্রিয়, তিনি বৈকুণ্ঠের রত্ন-সিংহাসন পরিত্যাগ করিয়াও এই আসনে সুখাসীন হইতে সদা ইচ্ছুক।...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি