পরিবারের সকলকে নিয়ে সব ক’জন বাহন সমেত মা আসেন আমাদের অঙ্গনে৷ আমন্ত্রণ থেকে নিরঞ্জন নানা আয়োজনে সমর্পণে পূর্ণ হয় মাতৃপূজা। বাইরে কত বরণ পূজন বাদ্যি বাদন। আর অন্তরে ক্ষেপাতে ক্ষেপীতে মিলে মিশে সে যে কী ধুম লাগে, সে খবর রাখেন সাধুজনে।
সত্যজ্ঞানানন্দময়ী মা সৃষ্টির সর্বত্র কত রূপে কত নামে ছড়িয়ে আছেন, জড়িয়ে আছেন আমাদেরই ভিতরে বাইরে—সেই সংবাদ ঋষি মুনির দুয়ারে দুয়ারে মাধুকরী করে লেখক এখানে মায়ের পূজার প্রয়াসী হয়েছেন। বিকশিত হয়েছে দুর্গার অরূপ স্বরূপ বিশ্বরূপ। আবার পুজোর সঙ্গে অন্তরঙ্গ পরিচয়ও হয়েছে। প্রেম মুদিত মানসে উপস্থাপিত হয়েছে এই মাতৃবন্দনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি