বঙ্গ সাহিত্য পরিচয় (১ম ও ২য় খন্ড একত্রে)
দীনেশচন্দ্র সেন
বাংলা সাহিত্য পাঠ ও গবেষণার ক্ষেত্রে সাহিত্য সংকলন বা চয়নিকা একটি পরিচিত শাখা। উনিশ শতকের উপনিবেশ বাংলায় সেই শাখা নতুন প্রাণ পেল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বাঙালির আত্মপরিচয় পুনর্নির্মাণ প্রচেষ্টার হাত ধরে। বাংলা ভাষাসাহিত্যের ঐতিহাসিক বিবর্তনের ধারাগুলি নথিবদ্ধ করার সেইসব প্রচেষ্টার মধ্যে অগ্রগণ্য দীনেশচন্দ্র সেনের ‘বঙ্গ সাহিত্য পরিচয়’। স্বদেশ ও বহির্বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত অজস্র দুষ্প্রাপ্য এবং ক্রমবিলুপ্ত সাহিত্যনিদর্শন এই সংকলনে সাজিয়ে দিয়েছিলেন দীনেশচন্দ্র।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি