বাংলা থিয়েটারের জনক রুশ-বন্ধু : লিয়েবেদেফ্
অলোককুমার চক্রবর্ত্তী
লিয়েবেদেফের বহুগামী ভারতপ্রীতিকে যদি একটি ভবনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে তাঁর মঞ্চ প্রয়াস সেক্ষেত্রে একটি কক্ষ হিসেবেই গণনীয় হতে পারে। বিদেশিদের মধ্যে তিনিই প্রথম, যিনি ভারতীয় সাহিত্যকে অনুবাদের চেহারা দিলেন। যে বাংলা নাট্যশালার গর্ব ও গৌরব আজ অভ্রচুম্বী- তার সূচনা কিন্তু কোনো বাঙালির হাতে নয়- গেরাসিম্ লিয়েবেদেফ্ নামক এক বিদেশির হাতে এই জ্বলন্ত সত্যটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তা চরম অকৃতজ্ঞতার পরিচায়ক বলেই গণ্য হবে। প্রায়-বিস্মৃত এক মহামানব লিয়েবেদেফের বর্ণময় জীবনের উপর আলোকসম্পাত করলেন অধ্যাপক অলোক চক্রবর্তী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি