বিনয় মজুমদার : কবিতার বোধিবৃক্ষ
লেখক : মলয় রায়চৌধুরী
বিনয় মজুমদার দারিদ্র্য, দুঃখ, কষ্ট, অবহেলা, অসুস্থতা, নিঃসঙ্গতা সত্ত্বেও থাকতেন আনন্দের প্রভায় জ্যোতির্ময়। কবিতাকে জীবনের সঙ্গে একাত্ম করেছিলেন তিনি। ‘কবিতা কী?’ বিনয় ‘ধুসর জীবনানন্দ' গ্রন্থে বলেছেন, ‘কবিতা কী তা বলা অসম্ভব। কেন? বলুন তো আপনি কী? আপনি কি একশো কোটি বছর আগে থেকে পৃথিবীতে আছেন? আপনি মরলে কি যে-কোনো অবস্থায় হোক প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারবেন? আপনি যখন আলুডাল খান, এই আলুডাল পাকস্থলীতে গিয়ে হজম হয়ে শেষে প্রাণবন্ত মাংস হয়। তা হলে দেখা যাচ্ছে পাকস্থলীতে জড়বস্তু আলুডাল প্রাণবন্ত হচ্ছে, অর্থাৎ পাকস্থলীতে প্রাণ সৃষ্টি হচ্ছে— এই তত্ত্বে কি আপনি বিশ্বাস করতে পারেন? যদি না পারেন তবে আপনার প্রাণ কী? এইভাবে দেখা যাবে যে আপনি নিজের সম্বন্ধে কিছু কথা জানেন না। নিজেকেই পুরোপুরি জানেন না আপনি। তা হলে কবিতা কী তাও আপনার জানা অসম্ভব।' বিনয়ের সমকালীন আরেকজন কবি মলয় রায়চৌধুরী ‘বিনয় মজুমদার কবিতার বোধিবৃক্ষ' এই বইটিতে স্পর্শ করেছেন বিনয়ের বোধির আকাশ। বিনয় মজুমদারের কবিতাকে বুঝতে এই বই অবশ্যপাঠ্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.