বিষয় শান্তিনিকেতন
সত্যজিৎ রায়
প্রচ্ছদ : সুবিনয় দাশ
➖
মা সুপ্রভা রায়ের ইচ্ছে এবং রবীন্দ্রনাথের নির্দেশে সত্যজিৎ কলাভবনে ভর্তি হন ১৯৪০-এর জুলাই মাসে। তারপর টানা দু’বছর শান্তিনিকেতনে ছিলেন তিনি। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ থেকে শুরু করে নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, বিনোদবিহারী মুখোপাধ্যায়—এমন বহু গুণী মানুষের সংস্পর্শে আসার দরুন ভারতীয় সংস্কৃতির আদি অকৃত্রিম চেহারাটা সম্পর্কে প্রভূত শিক্ষালাভ করেন তিনি। শিক্ষকদের পাশাপাশি দিনকর কৌশিক, পৃথ্বীশ নিয়োগী, মুথুস্বামী’র মতো আদ্যন্ত শিল্পপ্রেমী বন্ধুবান্ধবও পেয়েছিলেন। শান্তিনিকেতন-কে কেন্দ্র করে সত্যজিৎ রায়ের যাবতীয় লেখা, বিনোদবিহারী মুখোপাধ্যায়ের উপর নির্মিত তথ্যচিত্র ‘The Inner Eye’-এর সম্পূর্ণ চিত্রনাট্য সহ কলাভবনে ছাত্রাবস্থায় আঁকা অজস্র স্কেচ্, প্রতিকৃতি ইত্যাদি সংকলিত হ’ল এই গ্রন্থে। পাশাপাশি রয়েছে শান্তিনিকেতন প্রসঙ্গে সত্যজিৎ রায়ের দুর্লভ সাক্ষাৎকার, বক্তৃতার অংশবিশেষ। নিঃসন্দেহে সচিত্র এই গ্রন্থ এক সময়ের দলিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি