কালো অর্ফিয়ূস
জঁ-পল সার্ত্র
ফরাসি থেকে ভাষান্তর : বিকাশ গণ চৌধুরী
সাদারা কালো মানুষদের কণ্ঠস্বর রুদ্ধ করে রেখেছে বহুকাল, তাদের "সভ্য করে তোলার" যে-প্রকল্পের গান সাদারা গেয়ে এসেছে এতকাল, এবং এখনও গাইছে, তা যে নেহাৎই এক ধাপ্পা, এক জুয়াচুরি তা তাদের গানে, কবিতায়, আখ্যানে, ছবিতে প্রকাশ করে দিয়েছে কালো কবি-শিল্পীর দল; এরকমই এক কবিতা সংকলনের ভূমিকা লিখেছিলেন জ়-পল সাত্র, যা আমাদের কৃষ্ণত্বের দর্শনকে বুঝতে সাহায্য করে, তুলে আনে নিপীড়িত স্বরবঞ্চিতদের কণ্ঠস্বরের ছায়াঘের থেকে এক বিশ্ববীক্ষার নির্যাস; এ সেই আলোকবর্তিকা-কালো অফিযুসের সংগীতের এক বিষাদমাখা স্বরলিপি...