ক্যাপসিকাম ও রসগোল্লা
অভীক দত্ত
একটি ছেলে পুলিশের কাছে একদিন নিজে থেকে এসে আত্মসমর্পণ করল। তার দাবী, সে খুন করেছে। কিন্তু খুনের প্রমাণ খুঁজতে গিয়ে পুলিশের গলদঘর্ম অবস্থা। তার থেকেও অদ্ভুত হল ছেলেটির আচরণ। সে কি নিজেকে পাগল প্রমাণ করে আইনের হাত থেকে বাঁচতে চায়? এদিকে ছেলেটি ধরা পড়ার পরই শুরু হল অদ্ভুত সব ঘটনা। শান্ত নিরূপদ্রব জলে হঠাৎ যেন ঢিল পড়ল। সব কিছু এলোমেলো হয়ে গেল। কিছুই আর আগের মত রইল না। ঠিক কী হল?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি