চলো পাল্টাই
ড. মোজাফ্ফর রহমান
"CHOLO PALTAI"
A volume of poems written by DR. MOZAFFAR RAHMAN
প্রকাশঃ এপ্রিল ২০২৪
প্রচ্ছদঃ জয়দেব দে (দেগঙ্গা)
বর্ণ সংস্থাপকঃ এস. রহমান
কবি পরিচিতি
জন্ম পরিচয়: ৫ই মার্চ ১৯৮৬ সালে, সিকদেশ পুকুরিয়া গ্রামে, থানা: বারাসাত, (অধুনা - দত্তপুকুর), জেলা - উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
পরিবার পরিচিতি: পিতা নূর ইসলাম, মা নূর আসান বিবি, স্ত্রী আম্বিয়া খাতুন, কন্যা -আতিফা নাহার। শিক্ষাজীবন: ২০০১ সালে মাধ্যমিক, ২০০৩ সালে উচ্চ-মাধ্যমিক, ২০০৬ সালে বাংলা ভাষায় সাম্মানিক স্নাতক, ২০০৯ সালে বাংলা ভাষায় মাস্টার ডিগ্রি, ২০১৪ সালে এম.ফিল এবং বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে ২০২২ সালে 'ডক্টরেট' উপাধি লাভ করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল 'প্রাক-স্বাধীনতা ও স্বাধীনতাত্তোর পশ্চিমবঙ্গের মুসলিম মহিলা কথাসাহিত্যিকদের জীবন ও সাহিত্য'।
সাহিত্য জীবন: প্রথম কবিত 'তরী' কলেজের দেয়াল পত্রিকায় 'নীল সমুদ্র' নামে প্রকাশিত হয়েছিল। কবিতাটি 'চলো পাল্টাই' কাব্যগ্রন্থে 'জীবন তরী' নামে স্থান পেয়েছে। তাঁর লেখা 'বঙ্গনূর', 'নতুন গতি', 'যুগন্ধর', 'লালপরী নীলপরী', 'এবং মহুয়া', 'বীক্ষণ', 'প্রগতির দূত', 'বঙ্গীয় উত্তর জ্যোতি', 'মদীনার জ্যোতি' প্রভৃতি পত্রপত্রিকা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাঁর কিছু লেখা বাংলাদেশ থেকেও প্রকাশিত হয়েছে।
সম্পাদনা কর্ম: তাঁর সম্পাদিত কয়েকটি গ্রন্থ হল 'বিপুলের কান্না', 'রসূলনামা', 'জীবন নিয়ে আমি ও আমার চেতনা' (মূল লেখক: শেখ নূর মেহদী)। তিনি ২০১৯ সাল থেকে 'নীরব বিপ্লব পত্রিকা' সম্পাদনা করে যাচ্ছেন।
কর্মজীবন: বহুদিন ধরে গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত। এয়াজপুর হাই মাদ্রাসা, আল হাবিব নলেজ মিশন, বাসিরুন্নিসা স্যাক্রেট হার্ট একাডেমিতে শিক্ষকতা করেছেন। বর্তমানে আল- মোস্তফা মিশন গার্লস হাই স্কুলে শিক্ষকতা করছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.