স্বপ্নে বাঁচে মন
দিপালী মোদক
প্রচ্ছদঃ প্রণব পাল, অভিষিক্তা দে
বর্ণ প্রতিস্থাপক এবং মুদ্রকঃ অভিষিক্তা দে
অলংকরণঃ অভিষিক্তা দে
প্রকাশঃ ২০২৪
লেখক পরিচিতি : : দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা সোনারপুরে কবি শ্রীমতি দিপালী মোদক এর জন্ম হয় ১৯৯৬ সালের ২৮শে জুলাই।
পিতাঃ স্বর্গীয় দিলীপ মন্ডল, মাতাঃ শিখা মন্ডল, স্বামীঃ সৌরভ মোদক। বর্তমান বাসস্থান জেলা দক্ষিন ২৪ পরগনা, গ্রাম চক পরান কাঁটাখালি, থানা মগরাহাট।
পরিবারের একমাত্র মেয়ে, দুই দাদার বোন, কবির স্নেহ ভালোবাসা ছিল অপরিসীম। রায়পুর উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষা গ্রহ্নের পর কবি যাদবপুর বিজয় গড় জ্যোতিষ রায় কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়াশোনা করেন। সমাজিক নিয়মের বাবা মায়ের ইচ্ছায় বধূ রূপে শাঁখা সিঁদুর প্রাপ্তি হয়। একজন সাধারন মধ্যবৃত্ত পরিবারের গৃহবধূ। বর্তমানে গৃহ শিক্ষিকার কর্মে রত।
পড়াশোনার পাশাপাশি কবি ছোট থেকেই অদম্য ভাবনা এবং কল্পনা জগৎ কলম শব্দে লিপিবদ্ধ করেন। বহু পত্র পত্রিকায় কবির লেখা প্রকাশিত হয় সমাদরে। তাদের মধ্যে উল্লেখযোগ্য "অরুণালোক", "বঙ্গীয় বিকাশ সাহিত্য পরিষদ", "মন কলম পত্রিকা", "সৃজন সাহিত্য পত্রিকা" এছাড়াও কবি আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পাবলিশার্স এর পক্ষ থেকে ২০২৩ সালে "হীরক দূতি কবি শ্রেষ্ঠা" উপাধি লাভ করেন। কবির দুটি একক কাব্য গ্রন্থ "স্বপ্নে বাঁচে মন" এবং "মধ্যবৃত্তের চাঁদ" এছাড়াও কবির অনেক লেখা গল্প ও কবিতা যৌথ কাব্য সংকলনে স্থান পেয়েছে।
বর্তমানে কবির এটি "স্বপ্নে বাঁচে মন" কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ। বলা বাহুল্য কবির লেখনী পাঠক মনে; সুপ্রভাতের পতিত সূর্য কিরণ আম্র পল্লবে ঝলমলে রূপে ধরা দেয়।
প্রকৃতির সঙ্গে কবি আত্মার নিকটস্থ আত্মীয়তা ও বার বার নারী কথার বাস্তব করুণ দশা মাটি মাতৃ রূপে ভাবনার গন্ধ ছড়ায়।