চায়ের রাজা : মকাইবাড়ির রাজকাহিনি
রাজা ব্যানার্জি
কতগুলো অর্থবহ শব্দের সমষ্টি মানে একটি বাক্য। এমন অজস্র বাক্য মিলে তৈরি হয় অনুচ্ছেদ, পৃষ্ঠা এবং বই। কিন্তু যদি একটি মানুষের এবং তার পারিপার্শ্বিকের আজন্মলালিত স্বপ্ন, ভালবাসা এবং অবিরাম সংগ্রামকে দুই মলাটের মধ্যে জায়গা দিতে হয় তবেই বোধহয় তৈরি হয় এমন বই।
সকালে ঘুম ভেঙে যে চায়ের কাপে চুমুক দিয়ে সারা পৃথিবী দিন শুরু করে, সেই চায়ের জগতের ক্রমাগত ওঠাপড়া, চা-কে কেন্দ্র করে সংগ্রাম, একটা গোটা সমাজের ক্রমবিবর্তন, পৃথিবীর মানচিত্রে বাঙালির বিজয়ধ্বজা ওড়ানো এবং সর্বোপরি প্রকৃতির প্রতি অকুণ্ঠ প্রেম এই বইয়ের উপজীব্য। প্রখ্যাত ব্যক্তিত্ব রাজা ব্যানার্জির সহস্র বিনিদ্র রাত এবং অক্লান্ত দিনের রোজনামচা এই বইয়ের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে। কোনও পাঠক যদি পরিবেশকে ভালবাসেন, তাকে রক্ষা করতে ও লালন করতে চান, তবে তাঁর জন্য এই বই আদর্শ।
স্বরাজকুমার ব্যানার্জি ওরফে রাজা ব্যানার্জির জন্ম দার্জিলিংয়ের মকাইবাড়ি টি এস্টেটে। বিখ্যাত মকাইবাড়ি টি এস্টেটের মালিক গিরিশচন্দ্র ব্যানার্জির নাতি রাজা ব্যানার্জি কেবল একজন চা বাগানের মালিক নন, একজন বিশিষ্ট পরিবেশবিদ ও সংস্কারক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। প্রকৃতিকে ভালবেসে, চা বাগানকে কেন্দ্র করে তিনি অর্গানিক কৃষিকাজের যে মহান কর্মযজ্ঞ শুরু করেছিলেন— তা আজ জগৎ প্রসিদ্ধ। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার শেখাতে শেখাতে পাহাড়ের মানুষদের জীবনযাপনের ধরন বদলে দেন তিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি