চেরিবসন্ত

(0 পর্যালোচনা)

লিখেছেন:
রাকা দাশগুপ্ত
প্রকাশক:
ধানসিড়ি

দাম:
₹400.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
ধানসিড়ি
ধানসিড়ি
(0 ক্রেতার পর্যালোচনা)

চেরিবসন্ত 

রাকা দাশগুপ্ত 

ছবি : চিরঞ্জিৎ সামন্ত 

দূরপ্রাচ্য। জাপান কিংবা দক্ষিণ কোরিয়া। চেরিফুল, কাগজ-লণ্ঠন আর উপকথার শ্বেতসারসের দেশ। তার মধ্যে দিয়ে এ এক দীর্ঘ অভিযাত্রা। সে-পথ কখনো মিশেছে দিনলিপির পাতায়, কখনো বদলে গিয়েছে ভ্রমণকথায় বা নিবন্ধে, কখনো বাঁক নিয়েছে কবিতায়। লেখার পাশাপাশি সাদা-কালো তুলিটান আর জলরঙের আয়নায় ধরা রয়েছে সেই ছবি। 

"চেরি ফোটে। তার ছায়াতে, অচেনা বলে কেউ নেই"---কোবায়াশি ইসা

জাপান কিংবা দক্ষিণ কোরিয়া। অত্যুন্নত দুটো দেশ, অথচ আধুনিকতার আলগা প্রসাধনটুকু সরিয়ে নিলেই বেরিয়ে পড়ে ইতিহাস আর রূপকথার দুই কল্পরাজ্য। সেখানে শহরের ব্যস্ততম কেন্দ্রস্থলেই টিলার নীচে ঘুমিয়ে থাকেন অতীত যুগের রাজারানিরা, হাওয়াতে উড়ে বেড়ায় ড্রাগন আর ফিনিক্সপাখির গল্প।

রাকা দাশগুপ্তের এই বই গড়িয়ে গেছে ব্যক্তিগত দিনলিপি থেকে ভ্রমণকথায়, ভ্রমণকথা থেকে কবিতায়, কখনও আবার বাঁক নিয়েছে নিবন্ধে। স্বচ্ছতোয়া পাহাড়ি নদীর মতো সেই জলধারা, তার ওপর আড়াআড়ি ছায়া ফেলে যায় বসন্তে চেরিফুলের শাখা, উৎসবের সন্ধ্যায় স্রোতের বুকে ভাসতে থাকে রংবেরঙের কাগজ-লণ্ঠন। প্রথাগত ভ্রমণ- বৃত্তান্ত নয় এটি, বরং এক অচেনা ভূভাগকে ভেতর থেকে খোঁজার চেষ্টা-কখনও দৈনন্দিন অভিজ্ঞতার আয়নায়, কখনও সেদেশের সাহিত্য-দর্শন-শিল্পকলায়। তাই কথাপ্রসঙ্গে যেমন উঠে এসেছে প্রাচ্যদেশের শিল্পরীতি আর সিরামিক নকশার উল্লেখ, তেমনই এসেছে এক বৌদ্ধ শ্রমণ রচিত চা-এর স্তবগাথা, বা কয়েক শতাব্দী আগেকার এক রূপোপজীবিনীর লেখা বিরহগীতিকা। চিরঞ্জিৎ সামন্তের চিত্রণে ভাস্বর হয়ে উঠেছে সেসব কাহিনি, কখনও সাদা-কালোয়, কখনও জলরঙে। লেখা ও ছবির যুগলবন্দি এ বইয়ের মূল্যবান সম্পদ। 

রাকা দাশগুপ্ত : : পদার্থবিদ্যার গবেষণা ও অধ্যাপনায় নিযুক্ত। লেখালেখির শুরু ছোটোবেলায়, সন্দেশ পত্রিকায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে কবিতা, গল্প, বিজ্ঞান বিষয়ক নিবন্ধ। প্রকাশিত কবিতার বই 'কাগজফুলের বন' (২০১০), 'অলক্ষ্মীর ঝাঁপি' (২০১২), 'অপরাহু ডাউনটাউন' (২০১৪) এবং 'জেনেসিসের সাত দিন' (২০১৫)। 'অলক্ষ্মীর ঝাঁপি' বইটির জন্য ২০১৩ সালে পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। 'অপরাহু ডাউনটাউন' বইটির জন্য ২০১৬ সালে পেয়েছেন যথাক্রমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির 'অনিতা-সুনীলকুমার বসু স্মৃতি পুরস্কার' এবং সাহিত্য অকাদেমির যুব পুরস্কার।

চিরঞ্জিৎ সামন্ত : : পেশায় চিকিৎসক। খুব ছোটোবেলা থেকেই ছবি আঁকার প্রতি নিবিড় ভালোবাসা। একই সঙ্গে লেখালেখির শুরু। মূলত কবিতা। একাধিক গ্রন্থের প্রচ্ছদ ও গ্রন্থচিত্রণ করেছেন। কবিতা, গ্রাফিক কবিতা, কার্টুন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। বাংলার নবীন- প্রবীণ কার্টুনিস্টদের নিয়ে তৈরি কার্টুনদলের সদস্য। অংশগ্রহণ করেছেন ছবি ও কার্টুন নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী ও কর্মশালায়। প্রকাশিত কবিতাগ্রন্থ: 'প্রচ্ছদ শ্রমিকের জার্নাল' (২০১৬)।


এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.