পাঁচটি চরিত্র—সকলেই মেয়ে। তাদের মধ্যে বুনে তোলা মোট দশটি গল্প—‘ডাক নামে ডাক'। এই পাঁচজন আর আশেপাশের আরও কিছু মানুষকে নিয়ে কাহিনির বিস্তার। হতে পারে গল্পগুলো পাঁচজনের, কিংবা, আসলে একজনেরই জীবনের পর্বান্তরের –দিক্ বদলের আত্মকথন।
আত্মকথন হলেও লেখিকা ওরফে বুবাইবোস বলেন, ‘বানিয়ে বানিয়ে লিখতে পারি না বলে নিজের পেটের মধ্যে ঢুকে গিয়ে প্রতিবার খুঁড়ে খুঁড়ে তুলে আনি জ্যান্ত জীবনগুলোকে। একবার জন্মেই যে কত জন্ম বাঁচা হয়ে গেল, আর কত মৃত্যুও মরলাম সেই সঙ্গে... তাতে কোনও খেদ নেই যদিও।'
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।