রোদ্দুরের গন্ধ
গোপা দত্ত ভৌমিক
এ বইয়ের বারোটা গল্পে ছড়িয়ে আছে নানা মানুষের মুখ। লেখিকা তাঁদের সান্নিধ্যে ছোটো থেকে ক্রমশ বড়ো হয়েছেন। মুছে আসা সেইসব মুখগুলো বড়ো মায়াবি, আনন্দ আর বিষাদ মাখা। চারুবালা দাসী, প্রীতিলতা, নীহারিকা পিসিমা থেকে বাজ্গা বেগম, বন্ধু মণিদীপা থেকে বাণীমাসিমা— এঁদের সব কাহিনিতে লেগে আছে স্মৃতির আঘ্রাণ। ডানায় মুছে ফেলা রোদের গন্ধ।