দরজার ফ্রেমে জলছবি
সৌহার্দ সিরাজ প্রণীত কবিতাগ্রন্থ
প্রচ্ছদ শুভদীপ সেনশর্মা
গল্পের ঘ্রাণগুলো উড়ে উড়ে যায়
হৃদয় উদ্যানে শত আকাঙ্খা ফুল
স্বপ্নরা আকাশেতে দল বেঁধে চলে
নরম সকাল দ্যাখে রংধনু ভুল।
এই বেলা কাশফুল নীল হবে গো
মরা দিন যাই-ই কেনে মুগ্ধ সে বুক
রোদেরা ঘুমিয়ে গেলে ফ্রিজের ভেতর
মিথ্যে কাগজে প্রচুর ছাপা হয় সুখ।
কতদূর যাব বলো ক্যানভাস ফাঁকা
পাশাপাশি হেঁটে চলে অগোছালো দিন
হিসেবের নিয়তি একা হাসলে কী হবে
যাযাবর চোখ দেখো শোধ দেবে ঋণ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি