ধর্মের উৎস সন্ধানে : আদি যুগ থেকে বর্তমান
রাজীব শ্রাবণ
পৃথিবীর সবথেকে বেশি আলোচ্য বিষয় হলো 'ধর্ম' । ধর্মকে কেন্দ্র করে পৃথিবীর নানান প্রান্তে বারবার সংঘটিত হয়েছে মতবিরোধ। পরিনামে সংঘটিত হয়েছে যুদ্ধ, তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন মতবাদ। কিন্তু ধর্ম কিভাবে সৃষ্টি হল তা নিয়ে সাধারণভাবে আমরা খুব বেশি জ্ঞাত নই। তাই ধর্মসৃষ্টির প্রকৃত উৎসকে তুলে অনুধাবনের প্রচেষ্টাতেই বর্তমান গ্রন্থের প্রকাশ।