মহাপ্রভু ও দ্বাদশ বিগ্ৰহের অলৌকিক লীলা
রাধাবিনোদিনী বিন্তি বণিক
বর্তমান গ্রন্থে দ্বাদশ (১২) সংখ্যক ভগবদবিগ্রহের অলৌকিক লীলার কথা সময় কাল নির্দেশ করে ঐতিহাসিক প্রেক্ষাপট সহ বর্ণনা করা হয়েছে। নিছক কাহিনীটুকু জানানো নয়, বহু প্রামাণ্য তত্ত্বের সম্ভার প্রতিটি প্রবন্ধ। বেশীরভাগ বিগ্রহের সঙ্গে শ্ৰীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু জড়িত আছেন কী ভাবে তার বিবরণ দেওয়া হয়েছে। প্রতিটি প্রবন্ধের শেষে প্রদত্ত হয়েছে সেই বিগ্রহকে দর্শন করতে যাবার যাতায়াত ব্যবস্থার কথা। সর্বোপরি ভক্ত ভগবানের ভালোবাসার সম্পর্কের কথা ভীষণ প্রাণস্পর্শী ভঙ্গীমায় উপস্থাপন করেছেন লেখিকা, যা পড়লে পাঠক মন ভক্তিতে ঋদ্ধ হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.