ধ্বংসশহর ও সদাপিশাচের পথ
অর্ণব রায়
প্রচ্ছদ : সুপ্রসন্ন কুণ্ডু
শহরটির প্রান্তের আগ্নেয়গিরিটি ফাটতে চলেছে। সে-শহর ছেড়ে সব বাসিন্দারা চলে গেছে। রয়ে গেছে কথক। আর লুসি। আর কোথাও চরে বেড়াচ্ছে একটি গাধা। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে শেষের সেই প্রহরগুলির বিবরণ ‘ধ্বংসশহর’। প্রতিদিনের জীবনধারণের ছোটোখাটো ভয়গুলিকে ফেলে রেখে একটি স্বপ্নতাড়িত পাড়া রওনা দিয়েছে নামহীন এক মহা আতঙ্কের শহরের দিকে। ‘সদাপিশাচের পথ’ সেই যাত্রাপথের আতঙ্কগান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি