দু’পশলা ভালবাসা
শাশ্বতী নন্দী
দু’পশলা বৃষ্টির মতো দু’পশলা ভালবাসাও কখনও কখনও মানুষের তপ্ত-দগ্ধ জীবনকে ভিজিয়ে দেয় শান্ত শীতলতায়। এ উপন্যাসের অভিরূপ, এক বড় চক্রান্তের শিকার। বধূহত্যার দায়ে তাকে এবং তার মাকে জেল খাটতে হয়েছে। তবু জেল থেকে বেরিয়ে তার মনে বাঁচার কী এক আকুল তৃষ্ণা।
এ সময় উইনি কি আসবে তার কাছে দু’পশলা বৃষ্টির মতো দু’পশলা ভালবাসা হয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.