নীল রোলার লাল রোলার
স্মরণজিৎ চক্রবর্তী
ইউরোপ থেকে ফিরে শহরে পা রেখেই রণন জানতে পারে তার বাবা বাহাত্তর বছর বয়সে বিয়ে করেছেন আবার। প্রাথমিকভাবে একটু খারাপ লাগলেও তারপরে বাড়ির কাকা-পিসিদের ব্যবহার দেখে রণনের মনের মধ্যে অন্যরকম অনুভূতি আসতে শুরু করে। পাঠকদের সঙ্গে গল্প করার ভঙ্গিতে রণনের জবানিতে এগোতে থাকে এই উপন্যাস। জানা যায় সে একজন লেখক। পারিবারিক ব্যবসায় যুক্ত। জানা যায় তার অতীত— মায়ের কথা, ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে আসার কথা। কাহিনি এগোনোর সঙ্গে সঙ্গে রণনের জীবনে অতীত থেকে এসে পড়ে একজন। আর সেখান থেকেই গল্প বইতে থাকে অন্য এক খাতে। রণনের কথার মধ্যে দিয়েই ছোট পিসি, হরিদা, সানিলা, টুপুন, টফি পিসি, তান্নি-সহ আরও নানান চরিত্ররা ফুটে ওঠে। তাদের জীবনের গল্প এসে মেশে রণনের জীবনে। মিলিত ধারার মতো বইতে থাকে কাহিনি। আর বাড়ির পেছনের বাগানে পড়ে থাকা নীল রোলার লাল রোলার মাঝে মাঝেই ফিরে আসে ঘটনায়! ‘নীল রোলার লাল রোলার’ উপন্যাস, মানব জীবনের মতোই এক আনন্দ ও বেদনার সম্মিলন। আনন্দ আর আলোময় কথন ভঙ্গিমার মধ্যে এই উপন্যাস বুনে রেখেছে হাসি ও চোখের জলের সোনা-রুপোর জরির কাজ। ভালবাসার নিবিড় রঙ্গোলি!