১৭৫৬ সালের ২০ জুন। কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম গুঁড়িয়ে দিলেন নবাব সিরাজদ্দৌলা। বিপর্যস্ত ইংরেজরা পালিয়ে গেল ফলতায়। বাংলার বাণিজ্য পুনরুদ্ধারে মাদ্রাজ থেকে এলেন ক্লাইভ ও ওয়াটসন।
১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধ জিতে নিয়ে আধুনিক ভারতের ইতিহাসের গতিমুখ সম্পূর্ণ বদলে দিল ইংরেজরা। ‘বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ডরূপে।’ কেমন করে ঘটে গেল এই নাটকীয় পট পরিবর্তন?
এক বছরের কাহিনি। একদিকে ক্রমশ ক্ষয় হয়ে আসা নবাবি শাসন কাঠামোর সঙ্গে যুক্ত আমির, ওমরাহ, জমিদার, বণিকদের লোভ-লালসা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বায়ত্ত সাম্রাজ্যবাদ অন্যদিকে এই দুর্ধর্ষ প্রতিপক্ষের মোকাবিলায় অপরিণত তরুণ নবাব সিরাজদ্দৌলা—সব মিলিয়ে উত্তেজনায় ভরপুর, রোমাঞ্চকর এক ঐতিহাসিক উপন্যাস।